গ্যাস বের হচ্ছে মগবাজারের বিস্ফোরণস্থল থেকে
সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১৩:৫৪
৪ জুলাই ২০২১ ১৩:৫৪
ঢাকা: রাজধানীর মগবাজারের ওয়ারলেস এলাকায় ঘটা বিস্ফোরণস্থল থেকে গ্যাস বের হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
রোববার (৩ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম এ খবর নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৩৮ মিনিটে গ্যাস বের হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
উল্লেখ্য, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারের ওয়্যারলেস এলাকার একটি তিনতলা ভবনে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের বেশ কয়েকটি ভবন এবং সড়কে থাকা কয়েকটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটি ভবন ও এসব বাসের জানালার কাঁচ ভেঙে পড়ে। এখন পর্যন্ত এ ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ও দগ্ধ হয়েছেন কমপক্ষে অর্ধশত ব্যক্তি।
সারাবাংলা/ইউজে/এএম