চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে চট্টগ্রামে গত ১৫ মাসে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ছয় জন মারা গেছেন।
রোববার (৪ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬৯ জন। সংক্রমণের হার নমুনা পরীক্ষা অনুযায়ী ৩৩ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ২২৩ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৪৬ জন।
উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে ৩৫ জন, ফটিকছড়িতে ২৩ জন, হাটহাজারীতে ২০ জন এবং মীরসরাইয়ে ১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। বাকি উপজেলাগুলোতে সংক্রমণ শনাক্তের হার ১০ জনের নিচে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় জনের মধ্যে দু’জন শহরের ও চার জন উপজেলার বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৬২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। ওইসময়ের মধ্যে চট্টগ্রামে করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত ৬০ হাজার ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৬ হাজার ৯৬৭ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৩ হাজার ৪০১ জন।
২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত গত ১৫ মাসে করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭১৭ জন। এর মধ্যে ৪৮১ জন নগরীর এবং ২৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।