Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ-জ্বালানির জরুরি সেবায় ‘কুইক রেসপন্স টিম’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সেবা দিতে কাজ করছে ‘কুইক রেসপন্স টিম’।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মোহসিন চৌধুরী এবং যুগ্ম সচিব রেজওয়ানুর রহমান ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন গ্রাহকদের পাশে।

এছাড়াও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম, যুগ্ম সচিব ড. মহম্মদ শের আলী, উপ-সচিব মোছাম্মাৎ ফারহানা রহমান, উপ-সচিব এইচ এম খালিদ ইফতেখার কুইক রেসপন্স টিমের দায়িত্ব পালন করছেন।

জরুরি প্রয়োজনে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বিতরণ কোম্পানিগুলোর হট লাইন নাম্বারে কল করতে পারবেন। সেগুলো হচ্ছে -ডিপিডিসি এর কল সেন্টার- ১৬১১৬, ডেসকো এর কল সেন্টার- ১৬১২০, নেসকো এর কল সেন্টার- ১৬৬০৩, ওজোপাডিকো এর কল সেন্টার-১৬১১৭ ও তিতাস গ্যাসের কল সেন্টার-১৬৪৯৬।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজের ফেসবুক পেজে জানান, কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় মানুষের জীবন রক্ষায় সব কিছু বন্ধ করে চলাচলে বিধি-নিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে সরকার। এই সময় সব কিছু বন্ধ থাকলেও জরুরি সেবা বিদ্যুৎ, গ্যাস বা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমাদের প্রতিটা কর্মী কাজ করে যাবে। সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে।

সারাবাংলা/জেআর/এমও

কুইক রেসপন্স টিম বিদ্যুৎ-জ্বালানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর