Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধ অমান্য করায় ‘পুলিশ’র মোটরসাইকেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১৯:১৬

বরিশাল: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বরিশালে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চেকপোস্ট বসিয়ে যাচাই করা হচ্ছে বাইরে বের হওয়ার কারণ। জবাব সন্তোষজনক হলে ছাড়, না হলে মামলা বা জব্দ করা হচ্ছে ব্যবহৃত যান। এর থেকে রেহাই পাচ্ছে না পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিও।

রোববার (৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর আমতলার মোড়ে চলমান চেকপোস্টে পুলিশ পরিচয় দিয়েও এক ব্যক্তি রক্ষা পাননি। তার মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে জাকির হোসেন মজুমদার জানান, সারাদেশে চতুর্থ দিনের কঠোর বিধিনিষেধ চলাকালে আমতলার মোড়ের চেকপোস্টে পুলিশের উপস্থিতিতে নিয়মিত জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি হাজির হন। চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা বিধিনিষেধের মধ্যে তাদের বাইরে বের হওয়ার কারণ জানতে চান। এ সময় মোটরসাইকেল আরোহীর একজন নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য দাবি করেন। নিজের নাম কামরুজ্জামান ও পদবি এএসআই বলে জানান।

তিনি আরও জানান, তবে তার তখন কোনো ডিউটি ছিল না। তিনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকি তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাও দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। ওই ব্যক্তি কাগজপত্র দেখিয়ে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন।

সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। আইন সবার জন্যই সমান, তাতে আমাদের পুলিশ সদস্য হলেও কিছু করার নেই। আইন কার নিজ গতিতে চলবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

কঠোর বিধিনিষেধ করোনাভাইরাস পুলিশের মোটরসাইকেল জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর