ঢাকা: নভেল করোনাভাইরাসের প্রকোপ মোকাবিলায় সরকারঘোষিত বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৬১৮ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ (ডিএমপি।) পুলিশের দাবি— এরা সরকারি নিষেধ অমান্য করে অকারণে রাস্তায় বের হয়েছিলেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে রোববার (৪ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
বিধিনিষেধের চতুর্থ দিনে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
৬১৮ জনকে আটকের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬১ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এদিন ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেছে।
এ ছাড়া ট্রাফিক বিভাগ ৪৯৬ গাড়ির মালিককে জরিমানা করে মোট ১২ লাখ ৮১ হাজার টাকা আদায় করেছে।