।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হাফিজুর (২৩) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছেন। ওই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনই মারা গেলেন।
বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত দেড় টায় ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাফিজুরের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তার বাবার নাম বিল্লাল হোসেন।
এর আগে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তৌহিদুল ইসলাম, শাহীন মিয়া ও দীপ্ত সরকার মারা যান। বিস্ফোরণে নিহতরা সবাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বস্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিল।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন, বিস্ফোরণে হাফিজুরের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় দগ্ধ চারজনকেই বাঁচানো গেল না।
শনিবার (২৪ মার্চ) রাত ১টার দিকে ময়মনসিংহ ভালুকার একটি বহুতল ভবনে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে চার জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে সেদিন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সারাবাংলা/ এসআরএস/ এমএইচ