Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিডিও ফাঁসের পর স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রতিবেদন ১৬ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ১৯:৫৭

ঢাকা: রাজধানী বাসাবোতে আপত্তিকর ভিডিও ফাঁসের পর স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ১৬ আগস্ট ধার্য করেছেন আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীর ভিডিও ধারণ করে আসামিরা।

সোমবার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত এ আদেশ দেন। এদিন মামলাটির এজাহার আদালতে আসে। এরপর সবুজবাগ থানার এসআই লিটন মিয়াকে মামলাটি তদন্ত করে আগামী ১৬ আগষ্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

মামলার দুই আসামি হলেন— শামীম ও ফাহিম। তাদের বয়স ২০ বছর বলে জানিয়েছে পুলিশ। সবুবজবাগ থানার এসআই সাইফুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ব্ল্যাকমেইলের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা, ২ তরুণের নামে মামলা 

অশ্লীল ছবি ইন্টারনেটে: স্কুলছাত্রীর আত্মহত্যা

জানা যায়, বাসাবো এলাকার এক তরুণ ওই স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও প্রচারের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ‘ব্ল্যাকমেইল’ করে আসছিল ওই দুই তরুণ। মেয়েটির কাছ থেকে ছেলেটি টাকাও আদায় করেছেন বলে অভিযোগ করেন তার ফুফা।

আরও টাকা দাবির পরিপ্রেক্ষিতে মেয়েটি তা দিতে না পারায় ভিডিও ছড়িয়ে দেন ওই তরুণ। বিষয়টি মেয়েটির মা–বাবা জানতে পেরে তাকে বকাঝকা করেন। এরপর গতকাল ৪ জুলাই রাতে মেয়েটি তার নানির বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় সকালে সবুজবাগ থাকায় আত্মহত্যার প্ররোচণা ও ডিজিটাল আইনে মামলা দায়ের করে ওই ছাত্রীর বাবা। মামলাটিতে শামীম ও ফাহিম নামে দুই তরুণকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

প্রতিবেদন ১৬ আগস্ট ভিডিও ফাঁস স্কুলছাত্রীর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর