Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তায় বাড়ছে মানুষের চাপ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ১১:০১

ঢাকা: কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিন আজ। করোনার ভয়াবহতা বাড়ায় কঠোর বিধিনিষেধ আরও বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। তবে গতকাল থেকে সড়কে বেড়ে চলেছে মানুষের চাপ।

মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর চাঁনখারপুল, গুলিস্তান ও পল্টন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

রাজধানীর পল্টন মোড়ে পুলিশের চেকিংয়ে গাড়ির লম্বা সারি পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে জিজ্ঞাসা করছেন কেন ঘর থেকে বের হয়েছেন? সবারই প্রায় একইরকম উত্তর জরুরি প্রয়োজনে কেউ বা ব্যাংকে আবার কেউ বা অসুস্থ হাসপাতালে যাচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, ‘মানুষ ঘরে থাকতে চাইছে না। তারা কারণ ছাড়াই বের হচ্ছেন। আবার জিজ্ঞাসা করলে কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তেড়ে যাচ্ছেন। সবমিলিয়ে পরিস্থিতি এমন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষের শত্রুতে পরিণত হয়েছেন।’

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ যারা ঘর থেকে বের হচ্ছেন, তাদের বেশিরভাগ বলছেন হাসপাতালে যাচ্ছেন। বাকিরা কেউ বলছেন ব্যাংকে কিংবা জরুরি রফতানি কাজে আবার কেউ বলছেন প্রয়োজনীয় কাজে বের হয়েছেন। তবে যাদের উত্তর সন্তোষজনক হচ্ছে না তাদের আটকের সঙ্গে সঙ্গে জরিমানাও করা হচ্ছে।

রাজধানীর গুলিস্তান মোড়েও পুলিশের চেকিং চলছে। সেখানেও গাড়ির জটলা। পুলিশ বলছে, বেলা যত বাড়ছে, গাড়ির মাত্রা তত বাড়ছে। সবাই বলছে জরুরি কাজ। আমরা কি করব, আমাদের তারা যা বলছে সেটাই তো বিশ্বাস করতে হচ্ছে। আমাদের পক্ষে তো আর সম্ভব নয় তাদের সঙ্গে সঙ্গে যাওয়া। তবু আমরা সবাইকে যথেষ্টভাবে অনুরোধ করছি ঘরে থাকার।

বিজ্ঞাপন

মহলা বা অলিতে-গলিতে মানুষের জটলা বিষয়ে তারা বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে সাধারণ মানুষ যদি সতর্ক না হয় তাহলে আমাদের কারও পক্ষে সম্ভব নয় কিছুই করার।’

উল্লেখ্য, কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে ৫৫০ জন গ্রেফতার করা হয়। দ্বিতীয় দিনে ৩ শতাধিকের বেশি। তৃতীয় দিনে ৪ শতাধিকের মতো। চতুর্থ দিনে ৬১৮ আর পঞ্চম দিনে ৫৮৯ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে গ্রেফতারের পাশাপাশি জরিমানাও করা হচ্ছে।

এদিকে কঠোর বিধিনিষেধ বাড়িছে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে সব বিধিনিষেধও চলমান রয়েছে।

সারাবাংলা/এসজে/এমও

কঠোর বিধিনিষেধ পল্টন মানুষের চাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর