Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওষুধ কিনতে’ বের হয়ে জুয়ার আসরে, গ্রেফতার ৮

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ১৮:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি জুয়ার আসর থেকে আট জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে প্রত্যেকে পুলিশকে ওষুধ কেনার কথা জানিয়েছিল। কিন্তু পুলিশ তাদের অনুসরণ করে জুয়ার আসরে পেয়ে গ্রেফতার করে।

সোমবার (৫ জুলাই) রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী নাজিরপুল কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার ৮ জন হলেন- মো. মান্নান (২৭), মো. জাফর (৫৫), মো. করিম (৩২), জাহাঙ্গীর হোসেন (৪০), তাজুল ইসলাম (৬০), মো. আলমগীর (৪৭), মো. কামাল (৩৮) এবং মো. সুমন (২৯)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানিয়েছেন, গ্রেফতার আট জনই নিম্ন আয়ের লোক। তাদের মধ্যে রিকশা ও ভ্যানগাড়ি চালক, দোকান কর্মচারি, দিনমজুর আছেন। তারা নাজিরপুল এলাকায় বিভিন্ন কলোনিতে থাকেন।

বিজ্ঞাপন

‘গত (সোমবার) রাতে তাদের সড়কে পেয়ে টহল পুলিশ লকডাউনের মধ্যে বাসা থেকে বের হওয়ার কারণ জানতে চায়। প্রত্যেকে ওষুধ কেনার কথা জানান। কিন্তু এতে পুলিশের সন্দেহ হয়। কৌশলে তাদের অনুসরণ করে দেখা যায়, তারা নাজিরপুল কলাবাগান গলির ভেতরে জনৈক শাহআলমের আলমিরা কারখানার পেছনে জুয়ার আসর বসিয়েছে। এরপর তাদের গ্রেফতার করা হয়।’

ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ ৩ হাজার টাকা উদ্ধারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি মহসীন জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এসএসএ

গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর