Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দালাই লামার জন্মদিনে মোদির শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই ২০২১ ১৯:০৫

তিব্বতের ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ ধর্মগুরু দালাই লামার ৮৬ তম জন্মদিন উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আল-জাজিরা।

চীনের বিরূপ মনোভাবের কথা বিবেচনা করেই দালাই লামার সঙ্গে প্রকাশ্য যোগাযোগের ব্যাপারে সতর্ক থাকতেন ভারতীয় নেতারা। কিন্তু, এবার চীনের মর্জি থোরাই কেয়ার করে ফোনকল পর্যন্ত এগিয়ে গেলেন মোদি। তার এই পদক্ষেপ চীন-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জুলাই) মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে প্রকাশিত এক বার্তায় তিব্বতের স্বাধীনতাকামী আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কথা গোটা বিশ্বকে জানিয়েছেন নরেন্দ্র মোদি।

মোদি বলেন, দালাই লামার সঙ্গে তার কথা হয়েছে। তাকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দীর্ঘায়ু ও স্বাস্থ্যকর জীবন কামনা করছেন।

মোদির সঙ্গে এই ফোনালাপের বিষয়টি দালাই লামার কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও, ভারতের আরও কয়েকজন প্রাদেশিক নেতাও দালাই লামাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তিব্বতের এই নেতার মূল্যবোধ, শিক্ষা এবং জীবনযাপন পদ্ধতি মানবতার জন্য অনুপ্রেরণা।

প্রসঙ্গত, ১৯৫০ সালে ‘শান্তিপূর্ণ স্বাধীনতা’র নামে তিব্বত দখল করেছিল চীন। এরপর চীনবিরোধী আন্দোলন ব্যর্থ হলে, ১৯৫৯ সালে পালিয়ে নির্বাসনে চলে যান দালাই লামা। প্রায় ছয় দশক ধরে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। চীন দালাই লামাকে এখনো স্বীকৃতি দেয়নি। তার সঙ্গে কারো কোনোরকম যোগাযোগও চীনের পছন্দ নয়।

বিজ্ঞাপন

এমনকি, ভারত সরকার তিব্বতিদের ব্যাপারে কোনো আলোচনা করুক তাও চীন চায় না।

অন্যদিকে, তিব্বতকে চীনের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। তবে দুই দেশের সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্তের বেশ কিছু এলাকা নিয়ে এখনো বিরোধ রয়েছে। ২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হওয়া নিয়ে চীন-ভারত সম্পর্কের অবনতি হয়। তার জের এখনো চলছে।

সারাবাংলা/একেএম

চীন তিব্বত দালাই লামা নরেন্দ্র মোদি শুভেচ্ছা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর