Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই ২০২১ ২১:১০

আগামী মাস থেকে এশিয়ার বাজারে সকল গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিশ্বের শীর্ষ রফতানিকারক দেশ সৌদি আরব। মঙ্গলবার (৬ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদক প্রতিষ্ঠান আরামকোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

আরামকোর ঘোষণা অনুযায়ী, আগস্টে মাসে এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) জুলাইয়ের চেয়ে ব্যারেল প্রতি ৮০ সেন্ট বৃদ্ধি করা হয়েছে। সৌদি আরবের এ দর ওমান ও দুবাইয়ের জ্বালানি তেলের চেয়ে ব্যারেল প্রতি ২.৭০ ডলার বেশি।

বিজ্ঞাপন

এদিকে মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দর বেড়েছে। এদিন ২০১৮ সালের পর সর্বোচ্চ দর স্পর্শ করে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি ০.৪ শতাংশ বা ৩২ সেন্ট বেড়ে ৭৭.৪৮ ডলারে বিক্রি হয়েছে। এর আগে সোমবার ব্রেন্ট ক্রুডের দর বেড়েছিল ১.৩ শতাংশ।

এছাড়া এদিন ইউএস ওয়েস্ট টেক্সাস ইনটারমেডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ফিউচার বেড়ে দাঁড়ায় ব্যারেল প্রতি ৭৬.৬৯ ডলারে। যা শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজার বন্ধ হওয়ার সময়ের চেয়ে ১.৫৩ ডলার বা ২ শতাংশ বেশি।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর