Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিতে নিবন্ধনের জন্য ফের উন্মুক্ত সুরক্ষা

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ২১:৪২

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে জনসাধারণের জন্য ফের নিবন্ধনের সুযোগ উন্মুক্ত হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টা থেকে নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফলে যারা এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেননি, তারা এখন সুরক্ষা প্ল্যাটফর্মে গিয়ে নিবন্ধন করে নিতে পারবেন।

এর আগে, চলতি সপ্তাহের মধ্যেই ফের সবার জন্য সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধন উন্মুক্ত করার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, সে অনুযায়ী আগামীকাল বুধবার (৭ জুলাই) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগকে।

বিজ্ঞাপন

আইসিটি বিভাগ সূত্র বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে মঙ্গলবার রাত থেকেই সুরক্ষা প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে নিবন্ধন প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হবে। এর আগ পর্যন্ত যারা নিবন্ধন করবেন, তারা কোনো ধরনের সমস্যায় পড়লে সকালের মধ্যেই সেগুলোর সমাধান করা হবে।

আরও পড়ুন-

জানতে চাইলে সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সারাবাংলাকে বলেন, আগামীকাল (বুধবার) থেকে ভ্যাকসিন নিবন্ধনের প্ল্যাটফর্ম সুরক্ষা উন্মুক্ত করে দেবো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে যাদের বয়স ৩৫ বছরের বেশি, তারা এখানে নিবন্ধন করতে পারবেন। এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতেও নিবন্ধনের ব্যবস্থা থাকছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, এবার উপজেলা পর্যন্ত যে কেন্দ্রগুলোতে ভ্যাকসিন প্রয়োগ করা হবে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ ক্যাটাগরি, বিদেশগামীদের ক্যাটাগরিসহ সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে এই নিবন্ধন প্রক্রিয়া। যারা নিবন্ধন করবেন, তারা এসএমএস পাওয়ার পর কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন।

এর আগে, স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন সারাবাংলাকে বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে (৮ জুলাই) ফের অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে এই নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৭ ফেব্রুয়ারি দেশে জনসাধারণ পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। ওই সময় ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা এবং ভারতের কাছ থেকে উপহার পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন প্রয়োগ করা হয়। একপর্যায়ে সেই ভ্যাকসিনের মজুত শেষের দিকে চলে এলে ভ্যাকসিন প্রয়োগ প্রায় বন্ধ হয়ে যায়। এর মধ্যে বন্ধ করে দেওয়া হয় ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনও।

এর মধ্যে বৈশ্বিক ভ্যাকসিন জোটের আওতায় কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে বাংলাদেশ ফাইজারের এক লাখ ভ্যাকসিন পেয়েছে। কোভ্যাক্স থেকেই আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন এসেছেন মডার্নার। এছাড়া চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা ভ্যাকসিনের ২০ লাখ ডোজও এসেছে দেশে। এসব ভ্যাকসিন দিয়েই এবার ফের জনসাধারণ পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবার দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় প্রয়োগ করা হবে মডার্নার ভ্যাকসিন। ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে কেবল ঢাকার সাতটি কেন্দ্রে। আর বাদবাকি এলাকায় দেওয়া হবে চীনের সিনোফার্ম ভ্যাকসিন। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে গ্রাম এলাকায় প্রয়োজনে অস্থায়ীভাবে করা হবে ক্যাম্প।

নতুন করে জনসাধারণ পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরুর আগে নিবন্ধনের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। এছাড়াও এবার ভ্যাকসিন নিবন্ধনের অগ্রাধিকার তালিকায় যুক্ত হচ্ছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ায় তাদেরও ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত ভ্যাকসিন পাবেন ৫৫ বছরের বেশি বয়সী রোহিঙ্গারা।

সারাবাংলা/এসবি/টিআর

করোনা ভ্যাকসিন নিবন্ধন উন্মুক্ত সুরক্ষা প্ল্যাটফর্ম

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর