Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রজ্ঞাপনে ত্রুটি স্বীকার করে ‘কিছু চিকিৎসকের’ পদায়ন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ২১:৪৬ | আপডেট: ৭ জুলাই ২০২১ ১০:১১

ফাইল ছবি

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য এক হাজার ২৫৩ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছিল কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে। প্রজ্ঞাপনগুলোতে বিভিন্ন হাসপাতালে পদায়নের নির্দেশনা জারি করা তালিকায় মৃত ও অবসরে যাওয়া চিকিৎসকদের নামও দেখা যায়। এমন অবস্থায় তথ্যগত অপ্রতুলতার কথা জানিয়ে ও প্রজ্ঞাপনগুলোর ত্রুটি স্বীকার করে তিন ক্যাটাগরিতে সংযুক্তি আদেশগুলো স্থগিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিয়াঁর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের সংযুক্তি আদেশ বাস্তবায়ন জটিলতা নিরসন বিষয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের গত ০৪/০৭/২০২১ এবং ০৫/০৭/২০২১ তারিখের বিভিন্ন স্মারকে কোভিড রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্যগত অপ্রতুলতার কারণে ওই সংযুক্তি আদেশগুলোতে নিম্নরূপ চিকিৎসকদেরও পদায়ন করা হয়ে থাকতে পারে:

ক) আরটিপিসিআর ল্যাবসহ অন্যান্য ল্যাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত চিকিৎসক; খ) কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক;

গ) মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক যিনি শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।

এছাড়া চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে।

৩। বর্ণিত কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ০৮/০৭/২০২১ তারিখের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখপূর্বক তাদের তালিকা এ বিভাগের পার-১ অধিশাখার ই-মেইল ([email protected]) এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ৪ ও ৫ এপ্রিল জারি করা একাধিক প্রজ্ঞাপনে বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকদের হাসপাতালে সংযুক্তি হিসেবে পদায়ন করা হয়। কিন্তু এতে চিকিৎসকদের মাঝে দেখা যায় বিরূপ প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে দেখা যায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামাণিক স্বপনকে একই মেডিক্যাল কলেজের হাসপাতালে বদলি করা হয়েছে। কিন্তু তিনি গত ৬ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রজ্ঞাপনে রংপুর মেডিক্যাল কলেজের গাইনি অ্যান্ড অবস বিভাগের ডা. ফেরদৌস আরা শেখ নামে আরও এক চিকিৎসককে পদায়নের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ক্যানসারে মারা যান বলে সারাবাংলাকে নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

একই দিন জারি প্রজ্ঞাপনে রংপুর মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. মমতাজ বেগমকে পদায়ন করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ৫ জুলাই জারি করা প্রজ্ঞাপনে কক্সবাজার মেডিক্যাল কলেজের চক্ষু বিশেষজ্ঞ ডা. গিয়াসউদ্দিনকেও কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে পদায়ন করা হয়। এই দুজনই বর্তমানে অবস্রপ্রাপ্ত বলে জানান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা।

জানতে চাইলে প্রজ্ঞাপনগুলোতে সই করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন সারাবাংলাকে বলেন, ‘বিষয়টি খুবই বিব্রতকর। তথ্য আপডেট না থাকায় এই ভুল হয়েছে। এটি আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা ইতোমধ্যেই এ সব ভুল সংশোধন করে নতুন প্রজ্ঞাপন ইস্যুর কাজ শুরু করেছি।’

সারাবাংলা/এসবি/পিটিএম

পদায়ন স্থগিত প্রজ্ঞাপনে ত্রুটি