Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে নেওয়া ৩৩ লাখ টাকা ভ্যাট জমা দিল টেপটেলস

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ২২:২৬

ঢাকা: ক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে কেটে রাখা ৩৩ লাখ টাকা ভ্যাট সরকারের কোষাগারের জমা দিয়েছে রাজধানীর বনানীর টেপটেলস রেস্টুরেন্ট।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, ভ্যাট গোয়েন্দার তদন্তে উদ্ঘাটিত এই ভ্যাট রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আজ জমা দিয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি আবেদন করে নতুন ভ্যাট নিবন্ধন নিয়েছে। রেস্টুরেন্টটি এতদিন ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করে আসছিল এবং ক্রেতার কাছ থেকে ভুয়া চালান ইস্যুর মাধ্যমে ১৫% হারে ভ্যাট সংগ্রহ করে। কিন্তু সেই ভ্যাট তারা সরকারি কোষাগারে জমা দেয়নি।

মইনুল খান আরও জানান, গত ১৫ জুন ভ্যাট গোয়েন্দা ওই রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করেন। তদন্তে দেখা যায় যে, টেপটেলস রেস্টুরেন্টটির প্রতিটি খাবারের বিলে ভ্যাট রেজিস্ট্রেশন হিসেবে উল্লেখ রয়েছে এবং এতে ১৫% হারে ভ্যাট কেটে রাখা হয়েছে। অথচ এই ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়নি তারা। ভ্যাট আইন অনুসারে, যেকোনো ভ্যাটযোগ্য ব্যবসা শুরুর আগে যথাযথভাবে ভ্যাট নিবন্ধন নিতে হবে এবং নির্ধারিত ৬.৩ ফরমে ক্রেতাদের ভ্যাট চালান ইস্যু করতে হবে। সেই সঙ্গে মাস শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সংগৃহীত ভ্যাট স্থানীয় ভ্যাট অফিসে রিটার্নের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন না নিয়েই ৫ মাস ক্রেতাদের কাছ থেকে ভ্যাট কেটেছে।

ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে জব্দকৃত তথ্য অনুসারে জানুয়ারি/২০২১ থেকে মে/২০২১ পর্যন্ত মূসক আরোপযোগ্য পণ্যের বিক্রয়মূল্য ছিল ২ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৯ টাকা, যার ওপর প্রযোজ্য মূসক ৩৩ লাখ ৯ হাজার ৪৫২ টাকা। ভ্যাট গোয়েন্দার তদন্তকালে প্রতিষ্ঠানটি ভুল স্বীকার করে এবং ক্রেতার কাছ থেকে অবৈধভাবে গ্রহণ করা সমুদয় ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়।

বিজ্ঞাপন

এছাড়া প্রতিষ্ঠানটি গুলশান ভ্যাট সার্কেলে আবেদন করে ভ্যাট নিবন্ধন নিয়েছে। যার নম্বর ০০৩৯১৬৯৯৮-০১০১। এদিকে ভ্যাট আইন লঙ্ঘন করায় রেস্টুরেন্টের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে ভ্যাট কাটায় টেপটেলস-কে জরিমানা করা হতে পারে।

সারাবাংলা/এসজে/পিটিএম

৩৩ লাখ টেপটেলস ভ্যাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর