Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিসির শততম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল সম্মেলনে অংশ নিল আ.লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ২৩:৩১

ঢাকা: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে বিশ্বের ১৬০টি দেশের ৫০০ রাজনৈতিক দল এ সম্মেলনে অংশ নেয়। ‘সিপিসি এবং বিশ্বের রাজনৈতিক দলগুলোর সম্মেলন’ আয়োজন করে সিপিসি। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ এই সম্মেলনে অংশ নেয়।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য সচিব ড. শাম্মী আহম্মেদসহ উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

চীনের কমিউনিস্ট পার্টি শততম প্রতিষ্ঠাবার্ষিকী সিপিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর