Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার থেকে ব্যাংক লেনদেনে সময় বাড়ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ০০:১২

ঢাকা: আগামী এক সপ্তাহের জন্য ব্যাংক লেদেন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (৭ জুলাই) থেকে ১৪ জুলাই পর্যন্ত ব্যাংক লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন-ডিওএস থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে আগের মতোই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ে অত্যাশকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপ্যাল বা প্রধান শাখা এবং সকল বৈদেশিক বাণিজ্য শাখা (এডি শাখা) সীমিত সংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখা যাবে।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনা বিবেচনায় প্রতিটি জেলা সদর ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখা যাবে। অন্যান্য সব ব্যাংকের ক্ষেত্রে জেলা সদরে একটি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে ব্যাংক ব্যবস্থপনায় অনধিক দুটি শাখা খোলা রাখা যাবে।

প্রজ্ঞাপন আরও বলা হয়, কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এটিএম বুথে সার্বক্ষণিক পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

এক ঘণ্টা ব্যাংক লেনদেন সময় বাড়ছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর