কঠোর বিধিনিষেধের ৭ম দিনে ঢাকার রাস্তায় যানজট
৭ জুলাই ২০২১ ১৩:৩৭
ঢাকা: মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে ঢাকার বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়েছে। একই সঙ্গে ফুটপাতে পথচারীদের ভিড়ও দেখা গেছে।
বুধবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টা থেকে রাজধানীর মিরপুর রোডের কল্যাণপুর থেকে নিউমার্কেট যাওয়ার পথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত বাম দিকে দীর্ঘ যানজট তৈরি হয়। এ ছাড়া শুক্রাবাদ থেকে ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল পর্যন্ত যানবাহনের জট লেগে থাকতে দেখা যায়। এদিন সকাল নয়টা থেকে যানজট শুরু হয়। সড়কে যানজট থাকায় ফুটপাত দিয়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে অনেককে।
সকাল সোয়া নয়টায় সড়কে যানজট থাকায় মানসিক হাসপাতালের সামনের ফুটপাত দিয়ে হেঁটে অফিস যাচ্ছিলেন মোসলেম উদ্দিন। সারাবাংলাকে তিনি বলেন, ‘একদিকে সরকারের কঠোর বিধিনিষেধ চলছে। আর এখন রাস্তায় যানজট। হেঁটে অফিসে যেতে হচ্ছে। লকডাউনেও যদি যানজট হয়। তাহলে এ রকম লকডাউনের দরকার কী?’
হৃদরোগ হাসপাতালের সামনের রাস্তায় যানজট দাঁড়িয়ে থাকা রিকশাচালক নাসিম মিয়া বলেন, ‘সকাল থেকে মাত্র একটা ভাড়া পেয়েছি। এখনও যানজটে বসে আছি।’
শ্যামলীর শিশু মেলার সামনে অসুস্থ মেয়েকে নিয়ে রিকশায় বসে থাকা এরফান আলী বলেন, ‘সরকার লকডাউন দিছে। যেখান রাস্তা ফাঁকা থাকার কথা সেখানে এখন যানজটে আটকা পড়েছি। আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য মেয়েকে নিয়ে যানজটে বসে আছি।’
রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতাও চোখে পড়েছে। মানসিক হাসপাতালের সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য আ. রহিম সারাবাংলাকে বলেন, ‘কঠোর বিধিনিষেধের মধ্যেও আজ প্রচুর মানুষ রাস্তায় বের হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই অফিসগামী। আর কিছু সংখ্যক মানুষ জরুরি প্রয়োজনে বের হচ্ছেন। আমরা চেকপোস্টে লোকজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য পাচ্ছি। আমরা যানজট নিরসনের চেষ্টা করছি। আশা করছি অল্প সময়ের মধ্যে সড়ক যানজটমুক্ত হবে।‘ পরে বেলা ১১টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম