Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারেও লেনদেনের সময় বাড়ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ১৩:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে পুঁজিবাজারের লেনদেন সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।

বুধবার (৭ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র মো. রেজাউল করিম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে পুঁজিবাজারে সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত সোমবার থেকে পুঁজিবাজারের সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চালু রয়েছে। বৃহস্পতিবার থেকে তা এক ঘণ্টা বাড়িয়ে সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। পুঁজিবাজারে এই সময় কেবল ডিজিটাল পদ্ধতিতে লেনদেন চালু থাকবে। কোনো বিনিয়োগকারী সশরীরে কোনো ব্রোকারেজ হাউজে উপস্থিত হতে পারবেন না।

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার লেনদেন সময়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর