যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গে মৃত্যু ১৪, আক্রান্ত ৩৭৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ১৪:২৪
৭ জুলাই ২০২১ ১৪:২৪
যশোর: সীমান্তবর্তী জেলা যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয়জন প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত ছিলেন। উপসর্গ ছিল আটজনের।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত সর্বমোট ১০২০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৭ শতাংশ। এ সময়েই করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়।
এদিকে জেলার সরকারি করোনা ওয়ার্ডে ১৬২ শয্যায় ভর্তি রয়েছেন ১৫৫ জন এবং ইয়েলো জোনে (উপসর্গের ওয়ার্ডে) ৮৮ জন ভর্তি।
সারাবাংলা/এএম