Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান থেকে আসতে পারে কোভিশিল্ডের ২৫ লাখ ডোজ ভ্যাকসিন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ১৫:৩৭ | আপডেট: ৭ জুলাই ২০২১ ১৬:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল মোমেন, ছবি: সারবাংলা

ঢাকা: কোভ্যাক্স উদ্যোগের আওতায় দেশে কোভিশিল্ড বলে পরিচিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আসতে পারে জাপান থেকে। এছাড়াও চলতি মাসের শেষের দিকে আরও ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়ন থেকে আসতে পারে।

বুধবার (৭ জুলাই) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, কোভ্যাক্স উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেশে আসতে পারে। এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাপান থেকে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আমরা প্রত্যাশা করছি। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আসতে পারে বলে আশা করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, চীন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিন মাসে দেড় কোটি সিনোফার্মের কেনা ভ্যাকসিন দেশে আসবে।

বেসরকারি খাত করোনার ভ্যাকসিন আমদানি করতে আগ্রহী হলেও জননিরাপত্তার কারণে সরকার আপাতত নিজেই তা করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে কোভ্যাক্সের আওতায় শুক্রবার (২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মডার্নার মোট সাড়ে ১২ লাখ ডোজ এবং শনিবার (৩ জুলাই) বাকি সাড়ে ১২ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছায়। একইভাবে দেশে দুটি ফ্লাইটে করে এসে পৌঁছায় ২০ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন।

সারাবাংলা/এসবি/এসএসএ

করোনা টপ নিউজ ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর