প্রথম দিনেই ভ্যাকসিন নিবন্ধনের চাপ সুরক্ষা প্লাটফর্মে
৭ জুলাই ২০২১ ১৭:৫২
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ে। আর তার জন্য ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনের সুযোগও উন্মুক্ত করা হয়েছে সুরক্ষা প্ল্যাটফর্মে। প্রথম দিনে ৬ ঘণ্টাতেই ৯০ হাজার নিবন্ধন অতিক্রম করে গেছে। সবাই নিবন্ধনের জন্য চেষ্টা করার কারণে সার্ভারে বেড়েছে চাপ। আর এ কারণে কিছু সমস্যার অভিযোগ পাওয়া গেলেও তা কাটিয়ে নিবন্ধন কার্যক্রম চালু রাখা হবে।
বুধবার (৭ জুলাই) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এদিন দুপুর ১টা বাজে জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘সবাই এখন নিবন্ধনের চেষ্টা করছে। তাই কিছু স্থানে সার্ভার স্লো কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সেগুলো সমাধান করা হয়েছে। এরইমধ্যে ৯০ হাজার জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।’
এদিকে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘শুরুর দিকে অনেক বেশি মানুষ রেজিস্ট্রেশন করতে চাইলে সার্ভারে চাপ তৈরি হয়। কিন্তু যত দিন গড়াবে সেই চাপ কমে যাবে। এর আগে মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টা থেকে নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।’
তবে আনুষ্ঠানিকভাবে সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধন শুরু করা হয় বুধবার (৭ জুলাই) সকাল ১০ টা থেকে। মোট ২৮টি ক্যাটাগরিতে এবার ভ্যাকসিন নিতে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।
সারাবাংলা/এসবি/একে