চলচ্চিত্র উন্নয়নে নলিউডের সহযোগিতা চায় বাংলাদেশ
৭ জুলাই ২০২১ ১৮:৩৯
ঢাকা: চলচ্চিত্র উন্নয়নে নাইজেরিয়ার চলচ্চিত্র বিষয়ক সংস্থা নলিউডের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। নাইজেরিয়ার চলচ্চিত্রবিষয়ক সেন্সর বোর্ডের (এনএফভিসিবি) প্রধান নির্বাহী আলহাজ আবেদাই টমাসের সঙ্গে মঙ্গলবার (৬ জুলাই) সাক্ষাৎ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাসুদুর রহমান। ওই সাক্ষাতে দেশের চলচ্চিত্র উন্নয়নে নলিউডের সহযোগিতা চাওয়া হয়।
নাইজেরিয়ার কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের হাইকমিশনার মঙ্গলবার (৬ জুলাই) নলিউড ঘুরে দেখেন। হাইকমিশনারকে এনএফভিসিবি’র প্রধান নির্বাহী সেখানে স্বাগত জানান। বাংলাদেশের হাইকমিশনারের নলিউড সফর দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বিশেষ করে এই সফর চলচ্চিত্র বিষয়ে দুই দেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ার সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে।
কূটনৈতিক সূত্রটি আরও জানিয়েছে, দুই দেশের সংস্কৃতি ও ইতিহাসের মধ্যে অনেক মিল রয়েছে। দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়া সম্ভব। বর্তমান সময়ে নাইরেয়িার প্রচুর শিক্ষার্থী শিক্ষার উদ্দেশে বাংলাদেশে আসছে।
সারাবাংলা/জেআইএল/পিটিএম