Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে প্রতিদিনই বাড়ছে মানুষের চাপ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ১২:১১

ঢাকা: সড়কে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। আছে পুলিশের চেকপোস্ট। জরুরি প্রয়োজন ছাড়া বের হলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। তারপরও চলমান বিধিনিষেধে সড়কে যানবাহন ও মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। জরুরি কাজের পাশাপাশি নানা অজুহাতেও বের হচ্ছে মানুষজন।

কেরানীগঞ্জের কদমতলী-বাবুবাজার-নয়াবাজার এলাকায় দেখে বোঝার উপায় নেই, কঠোর বিধিনিষেধ এখনও চলছে। এলাকাবাসীরা বলছেন, শুরুতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটা কড়া অবস্থানে ছিল, এখন ততটা নেই।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, কেরানীগঞ্জের কদমতলী-বাবুবাজার-নয়াবাজার-তাতীবাজার এলাকায় যানবাহনের সংখ্যা আগের দিনগুলোর তুলনায় বেড়েছে। হেঁটেও বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন অনেকে। রিকশাভ্যান সড়কে ছিল প্রচুর।

এদিকে অলিগলিতে লোকজনের ভিড় ঠেকাতে উদ্যোগ নেওয়া হলেও চিত্র আগের মতোই রয়েছে। তবে দোকানের সাটার সামান্য তুলে ক্রেতাকে চাহিদামতো পণ্য দিচ্ছে দোকানি। এমনকি ফুটপাতে চায়ের দোকানগুলো খুলেছেন অনেকেই।

এই এলাকায় দায়িত্বরত পুলিশের এস আই রনঞ্জন জানান, আমরা মানুষজনকে সতর্ক করছি। তারপরও বিভিন্ন ওজুহাতে মানুষ বের হচ্ছে। কারো যদি মুখে মাস্ক না থাকে, তাহলে তাকে মাস্ক পরিধানের বিষয়ে সর্তক করে দিচ্ছি।

এদিন অধিকাংশ শ্রমজীবী মানুষেরা বলছেন, ঘরে তাদের কোনো খাবার নেই। নিষেধাজ্ঞার কথা জানার পরও ঘর থেকে বের হয়েছেন কাজের সন্ধানে।

সারাবাংলা/এআই/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর