Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশই করোনার হট স্পট: জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ১৬:৫০

গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে এখন সারাদেশই করোনার হট স্পট হয়ে উঠেছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সঙ্গে ভয়াবহভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার (৮ জুলাই) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড ১ কোটি ৩ লাখ ডোজ পেয়ে প্রায় ৪৫ লাখ মানুষকে দেওয়া হয়েছে। ১৪ লাখ ৪০ হাজার জন দ্বিতীয় ডোজ পায়নি। যারা দ্বিতীয় ডোজ পায়নি তাদের ব্যাপারে সুস্পষ্ট সিদ্ধান্ত সাধারণ মানুষ জানে না।’

তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের মতে কমপক্ষে দেশের ৮০ ভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পারলেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে। সে অনুযায়ী ১৩ কোটি ৬০ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিনের আওতায় এসেছে মাত্র ৩ দশমিক ৩০ শতাংশ মানুষ।’

বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, ‘সরকারি সূত্র অনুযায়ী বর্তমানে বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত ভ্যাকসিনের মজুদ মাত্র ৫৭ লাখ। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আবার সরকারিভাবে বলা হয়েছে প্রতি মাসে ২৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এতে প্রয়োজনীয় জনগোষ্ঠীকে ভ্যাকসিনের এক ডোজ করে দিতে ৪ থেকে ৫ বছর সময় লেগে যাবে। এবং দুই ডোজ করে দিতে সময় লাগবে এর প্রায় দ্বিগুণ। সেটাও সম্ভব হবে যদি সময় মতো বাকি ভ্যাকসিন পাওয়া যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, করোনার ভ্যাকসিন নিলে আক্রান্তের হার যেমন কমে তেমনিভাবে কমে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি ‘

জাপা চেয়ারম্যান আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করোনা দেশকে কোন অবর্ণনীয় ভয়াবহতার দিকে নিয়ে যাবে সে বিষয়ে দেশবাসী উদ্বিগ্ন। মহামারি করোনার হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুততার সাথে গণটিকা কর্মসূচি আরও জোড়ালো করতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাপা জিএম কাদের


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর