Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি সংগঠনের তিন সক্রিয় সদস্য রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ১৮:০১

ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের গ্রেফতার তিন সক্রিয় সদস্যের ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ জুলাই) মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটের এসআই (নিরস্ত্র) গোলাম মর্তুজা পল্লবী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধ আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করেন। এরপর মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে এ রিমান্ডের আদেশ দেন। আসামিরা হলেন- সাব্বির আহম্মেদ ওরফে বামসি ব্যারেক ওরফে মেজর খালিদ, রবিউল ইসলাম ওরফে ওসমান এবং নাঈম মিয়া।

আবেদনে বলা হয়, গত ৭ জুলাই সন্ধ্যার দিকে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের পাশের নির্মাণাধীন ভবনের সামনে থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিস্ফোরক জাতীয় পদার্থ, বিস্ফোরক পদার্থ ও বোমা তৈরির প্রিন্টেড নথি ইত্যাদি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা শহরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের সংগঠনের কার্যক্রমকে আরও বেগমান করার উদ্দেশে তারা সেখানে একত্রিত হয়েছিল।

এদিকে কলাবাগান থানার আরেক মামলায় মনির খান নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের আরেক সদস্যদের আবারও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত রিমান্ডের আদেশ দেন।

আসামি মনিরের তিন দিনের রিমান্ড শেষে ফের দু’দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই জুলফিকার আলী। আবেদনের পর বিচারক এ আদেশ দেন।

সারাবাংলা/এআই/এমও

জঙ্গি সংগঠন রিমান্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর