Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভাবি মানুষের দায়িত্ব নিতে না পারায় ‘লকডাউন’ ভেঙে পড়ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ১৯:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন অভাবি মানুষের দায়িত্ব নিতে না পারায় কথিত সর্বাত্মক লকডাউনও ভেঙে পড়ছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে সাইফুল হক বলেন, ‘মহামারিতে সর্বস্বান্ত নিঃস্ব মানুষের দায়িত্ব না নিলে এরপর কারফিউ দিয়েও মানুষকে ঘরে রাখা যাবে না। প্রাণ বাঁচাতে আয় রোজগারের আশায় ঝুঁকি নিয়ে হলেও মানুষ বাইরে বেরিয়ে পড়বে।’

তিনি বলেন, ‘দিনমজুর আর শ্রমজীবী- মেহনতিদের অধিকাংশের ঘরে ঘরে এখন হাহাকার।’ তিনি আর কোনো অজুহাত না দেখিয়ে শ্রমজীবী- মেহনতি মানুষের ঘরে ঘরে কমপক্ষে আগামী দু’মাসের খাবার পৌঁছানোর দাবি জানান। খাবার পৌঁছাতে না পারলে আগামী দুই মাসের জন্য দেড় কোটি পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে পৌঁছানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি মহামারির ভয়াবহ উর্ধ্বগতি প্রতিরোধে স্বাস্থ্যগত জরুরী অবস্থা জারী করে অনতিবিলম্বে ফিল্ড হাসপাতাল তৈরি করে করোনার চিকিৎসার সর্বাত্মক পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। তিনি অনতিবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ করে করিৎকর্মা দক্ষ ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে গোটা স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনেরও দাবি জানান।

তিনি অধিক সংক্রমিত জেলাসমূহকে অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান কার্যক্রম জোরদার করারও আহ্বান জানান। দ্রুত ভ্যাকসিন আমদানির পাশাপাশি দেশে টিকা উৎপাদনের কাজ শুরু করারও দাবি জানিয়ে তিনি সরকারের নীতি-নির্ধারকদেরকে সতর্ক করে বলেন, ‘এখন দলবাজীর সময় রাজনৈতিক বিরোধীদের ঘায়েল করারও সময় নয়।’

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিরোধীদল, জনগণ ও পেশাজীবীদেরকে আস্থায় নিয়ে মহামারি মোকাবিলা ও তা থেকে উত্তরণের রাস্তা বের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/একে

ওয়াকার্স পার্টি করোনা নভেল করোনাভাইরাস লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর