Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মিলল শ্রমিকের লাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ১৯:৫৮

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনে নিখোঁজের ৩৬ ঘন্টা পর এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইকোনমিক জোনে মডার্ন সিনট্যাক্স কারখানা প্রকল্পের কাছে একটি খালি জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত মো. মনিরের (২৫) বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায়। নির্মাণাধীন মডার্ন সিনট্যাক্স কারখানায় গত পাঁচমাস ধরে দিনমজুর হিসেবে মনির কাজ করছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন।

পুলিশ পরিদর্শক হেলাল সারাবাংলাকে বলেন, ‘বুধবার সকাল ৬টার দিকে কারখানার লেবার শেড থেকে বের হয়ে মনির আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার সন্ধান মেলেনি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে মডার্ন সিনট্যাক্স কারখানা থেকে আনুমানিক ১৫০ গজ দূরে একটি খালি জায়গায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। আমরা গিয়ে লাশ উদ্ধার করি। তার গলায় কালো দাগ আছে। তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। তদন্তে বিষয়টি পরিস্কার হবে।’

মনিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/একে

নিখোঁজ শ্রমিকের লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর