Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপর্যয় মোকাবিলায় ‘ভলান্টিয়ার বাহিনী’ গঠন জরুরি: আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ২০:৪০

আ স ম আবদুর রব | ফাইল ছবি

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, করোনা পরিস্থিতি ভয়ঙ্কর বিপর্যয়ের আকার ধারণ করেছে। গ্রামে-গঞ্জে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সংক্রমণ শনাক্ত ও মৃত্যুহার অনেক বেড়েছে যা আশঙ্কাজনক। এই ভয়ঙ্কর বিপর্যয় মোকাবিলায় কোনো কালবিলম্ব না করে অতিদ্রুত স্থানীয় পর্যায়ে উদ্যমী যুবক ও তরুণদের সমন্বয়ে ‘ভলান্টিয়ার বাহিনী’ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৮ জুলাই) এক বিবৃতিতে আ স ম আব্দুর রব এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই লোকজন করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হচ্ছেন কিন্তু সকলকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হচ্ছে না। এতে সামাজিক পর্যায়ে ঘাতক করোনার অবাধ বিস্তার ঘটছে। এ বিস্তার অব্যাহত থাকলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে। এ থেকে মুক্তির জন্য দলমত নির্বিশেষে ব্যাপক জনগোষ্ঠীকে করোনা নিয়ন্ত্রণে সম্পৃক্ত করতে হবে।’

বৈশ্বিক মহামারি এবং বাংলাদেশের বাস্তবতায় জনগণের অন্তর্ভুক্তি এবং কার্যকর অংশগ্রহণ ছাড়া করোনা মোকাবিলা করা সম্ভব হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সুতরাং এ ভয়াবহ মহামারি মোকাবিলায় সব সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতায় স্থানীয় সরকারের নেতৃত্বে ভলান্টিয়ার বাহিনী গঠন করতে হবে। সমগ্র জাতির মধ্যে মমত্ববোধ জাগ্রত হবে এবং বিপর্যয় মোকাবেলায় এ বাহিনী সমগ্র জাতিকে প্রেরণা যোগাবে।’

এসময় ভলান্টিয়ার বাহিনী গঠন সম্পর্কিত ৬ দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। করোনার ভয়ঙ্কর পরিস্থিতি এবং ৩য় বা ৪র্থ ঢেউ মেকাবিলায় অবিলম্বে ৬ দফার ভিত্তিতে ‘ভলান্টিয়ার বাহিনী’ গঠন করার আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও

আ স ম রব করোনা বিপর্যয় মোকাবিলা ভলান্টিয়ার বাহিনী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর