Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠোর বিধিনিষেধ: ধানমন্ডির মূল সড়ক ফাঁকা, অলিগলিতে মানুষের জটলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২১ ১১:০৬

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপের নবম দিনে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর ধানমন্ডি এলাকায় রাস্তায় চলাচলকারী মানুষ ও যানবাহনের সংখ্যা অনেকটাই কম। তবে অলিগলিসহ কাঁচাবাজারে মানুষের জটলার সঙ্গে আনাগোনা অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি।

শুক্রবার (৯ জুলাই) সকালে রাস্তায় রিকশাসহ বিভিন্ন যানবাহনের গন্তব্যমুখী মানুষের চলাচলও ছিল সীমিত আকারে। ধানমন্ডি, জিগাতলা হয়ে মোহাম্মদপুরগামী চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। তবে অলিগলিসহ এলাকার বাজারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অভিযান দেখা যায়নি । ধানমন্ডি, জিগাতলা বাসস্ট্যান্ড হয়ে ধানমন্ডি-২৭ থেকে শংকর হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এসব এলাকায় ঘোরাঘুরি করে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির কারণে কঠোর বিধিনিষেধ আরোপের কয়েকদিনের তুলনায় সড়কে স্বাভাবিকভাবে রিকশাসহ অন্যান্য ব্যক্তিগত যানবাহন ছিল অনেকটা কম। যারা বাইরে প্রয়োজনের তাগিদে বের হয়েছেন, তাদের অনেকেই রিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহনে নিজ নিজ কর্মস্থল বা গন্তব্যের দিকে ছুটছেন। মোড়ে মোড়ে আরোহীর অপেক্ষায় রিকশাচালকদের জটলা লক্ষ্য করা গেছে। বিভিন্ন কাঁচাবাজার ও অলিগলির দোকানপাটে নিত্য প্রয়োজনীয় দ্রবা কেনাকাটাসহ প্রয়োজনে বাইরে হওয়া মানুষের ঘোরাঘুরি ও আনাগোনাও কিছুটা বেশি রয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরিধান করে রাস্তায় চলাচলের ক্ষেত্রে মানুষের সচেতন প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে বিধিনিষেধ বাস্তবায়নকারী সংস্থার সদস্যদের সড়কে নিয়মিত টহল অন্যান্য দিনের তুলনায় কম বলে প্রতীয়মান হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে সেটা আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সারাবাংলা/এনআর/এসএসএ

কঠোর বিধিনিষেধ

বিজ্ঞাপন

কেন বিয়ে হচ্ছে না উর্বশীর
২৫ নভেম্বর ২০২৪ ১৯:২৫

আরো

সম্পর্কিত খবর