Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ফের ৭০০ ছাড়িয়ে রেকর্ড শনাক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২১ ১১:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো একদিনে সাতশ’র বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৮৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১০ জন।

এর আগের ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো ৭১৩ জন করোনা রোগী শনাক্ত হয় বন্দরনগরীতে। চলতি সপ্তাহেই চট্টগ্রামে করোনায় আক্রান্ত হিসেবে রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) ২ হাজার ১০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তদের মধ্যে নগরীর ৫১০ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ২৭৩ জন আছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৭ দশমিক ২৮ শতাংশ।

চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘন্টায় হাটহাজারীতে ৪৩, সীতাকুণ্ডে ৪২, মীরসরাইয়ে ৩৭, রাউজানে ২৮, রাঙ্গুনিয়ায় ২৩, আনোয়ারায় ১৯, পটিয়ায় ১৬, সন্দ্বীপে ১৫ এবং সাতকানিয়ায় ১২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাকি উপজেলাগুলোত সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০ জনের নিচে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নগরীর আছেন দু’জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৯ হাজার ২৮২ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৪ হাজার ৪১৪ জন।

বিজ্ঞাপন

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৫৪ জন। এর মধ্যে নগরীর ৪৮৮ জন এবং বিভিন্ন উপজেলার ২৬৬ জন আছেন।

সারাবাংলা/আরডি/এসএসএ

করোনা সংক্রমণ চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর