কঠোর বিষিনিষেধ: ছুটির দিনের রাস্তা রিকশার দখলে
৯ জুলাই ২০২১ ১৩:৫৬ | আপডেট: ৯ জুলাই ২০২১ ১৬:১৩
ঢাকা: কঠোর বিষিনিষেধের নবম দিন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সড়কে গাড়ি চলাচল করতে দেখা যায়নি তেমন। তারপরও সড়ক ফাঁকা নেই। কারণ সড়কের দখল নিয়েছে রিকশা। বিভিন্ন জরুরি প্রয়োজন এবং প্রয়োজন ছাড়াও বের হওয়া যাত্রীদের নিয়ে এসব রিকশা ছুটে যাচ্ছে গন্তব্যে।
শুক্রবার (৯ জুলাই) রাজধানীর চানখাঁরপুল, গুলিস্তান ও নয়াপল্টন ঘুরে চোখে পড়েছে এ চিত্র। দেখা গেছে, মূল সড়কের বাইরে অলিগলিতে মানুষজনের উপস্থিতি একেবারে কম নয়। আর যারা বের হয়েছেন, তাদের সবার মুখে নেই মাস্কও।
শুক্রবার সকালে রাজধানীর এসব এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় আজ প্রধান প্রধান সড়কগুলো বলতে গেলে ফাঁকা। একইসঙ্গে সড়কে মানুষের জটলা কিংবা আনাগোনাও দেখা গেছে কম। আর যারাই বের হয়েছেন, তাদের বাহন মূলক রিকশা।
সকালে চানখাঁরপুল মোড়ে গিয়ে দেখা গেল, জায়গাটি একদম জনশূন্য। কেবল কয়েকজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। তবে চানখাঁরপুল মোড় পেরিয়ে নাজিমউদ্দিন রোডে ঢুকতেই দেখা গেল মানুষজনের উপস্থিতি। স্থানীয়রা জানালেন, অন্যান্য দিন এই সময়েও এখানে প্রচুর মানুষের ভিড় থাকে। সে তুলনায় ছুটির দিনের সকালটি তুলনামূলকভাবে হালকা।
একই চিত্র দেখা গেছে রাজধানীর গুলিস্তানেও। বিধিনিষেধের মধ্যেও অন্যান্য দিন সকাল থেকেই গুলিস্তান মোড়ে মানুষের আনাগোনা থাকলেও ছুটির দিনে তেমন কিছু চোখে পড়েনি। আশপাশের অলিগলিতে কিছু মানুষজন থাকলেও তা অন্যান্য দিনের তুলনায় কম। তবে এই এলাকাতেও রিকশার দাপট কম নয়।
নয়াপল্টন এলাকাও সুনসান। নেই মানুষের জটলা। নেই গাড়ির হর্ন কিংবা চাপ। অন্যান্য দিন এই এলাকায় রীতিমতো যানজট দেখা যায়, আজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটাই অলস সময় পার করছেন। দায়িত্বরত একজন পুলিশ সদস্য জানালেন, সকাল থেকেই রাস্তা ফাঁকা। ছুটির দিন বলেই সম্ভবত মানুষের উপস্থিতি সামান্য।
কঠোর বিধিনিষেধের মধ্যে জরুরি প্রয়োজন ও জরুরি সেবায় নিয়োজিতদের বাইরে সবাইকে ঘরে থাকতে বলেছে সরকার। গত ১ জুলাই থেকে প্রথম দফায় ৭ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ জারি করা হয়েছিল। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই কঠোর বিধিনিষেধের মধ্যেও রাজধানীর সড়কগুলোতে কর্মদিবসগুলোতে যানজটও দেখা গেছে। পাঁচ কর্মদিবসের পর আজ শুক্রবার এসে সেই ধারাবাহিকতায় কিছুটা ছেদ পড়লো।
সারাবাংলা/এসজে/টিআর