Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে কোপার উত্তাপ, খবর আর্জেন্টিনার গণমাধ্যমেও

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই ২০২১ ১৮:০৬

এবারের কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা নিশ্চিত হওয়ার পর থেকেই টান টান উত্তেজনা বিরাজ করছে দুই দলের সমর্থক শিবিরে। সামাজিক মাধ্যমে কথার বানে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা দৃশ্যমান। এর বাইরেও রয়েছে জোর আলোচনা। কোনো কোনো ক্ষেত্রে কথার লড়াই শেষ পর্যন্ত গিয়ে ঠেকছে হাতাহাতি থেকে ধাওয়া পাল্টা ধাওয়ায়। বাংলাদেশে এমন উন্মাদনার খবর ইতিমধ্যে জেনে গেছে বিশ্ব।

বিজ্ঞাপন

আগামী ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনাল সামনে রেখে বাংলাদেশ পরিস্থিতির খবরে প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ফ্রান্সের বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ব্রাজিল-আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালের আগে সতর্ক অবস্থানে বাংলাদেশের পুলিশ। এছাড়া বাংলাদেশে কোপার উত্তাপের খবর প্রকাশ হয়েছে খুদ আর্জেন্টিনার গণমাধ্যমেও।

এতে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, এরকম পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আমরানুল ইসলামের বরাতে এএফপির খবরে বলা হয়, আগামী রোববার ১৫ হাজার কিলোমিটার দূরের ফাইনালটি বড় পর্দায় দেখা যাবে না বলে গ্রামবাসীকে সতর্ক করে দিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার ওই পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দল ভালো তা নিয়ে তর্কে লিপ্ত হয় দুটি ছেলে। পরে তাদের মধ্যে হাতাহাতিও হয়। এ ঘটনা শীঘ্রই যুদ্ধে রূপ নেয়। দুই দলের সমর্থকরা একে অন্যকে লাঠিসোটা ও মুষ্ঠিঘাতে ঘায়েল করার চেষ্টা করেন।

এছাড়া ২০১৮ সালের বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে এক ১২ বছর বয়েসি একটি ছেলের মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয় এসব প্রতিবেদনে। বাংলাদেশ পরিস্থিতির খবর এএফপি ছাড়াও যুক্তরাজ্যের ডেইলি মেইল, আরব আমিরাতের খালিজ টাইমস, আর্জেন্টিনার বুয়েন্সএইরেস টাইমস, এফআর২৪, ইয়াহু স্পোর্টসে প্রকাশিত হয়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর