Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জব্দের পর পুড়িয়ে ফেলা হলো ৬ হাজার মিটার বেহুন্দি জাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২১ ১৯:২৬

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে পায়রা বন্দর নৌ পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাবনাবাদ নদী মেহানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

শুক্রবার (৯ জুলাই) পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে অবৈধ জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এসব জালের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। তবে এসময় কোনো জেলেকে আটক করতে পারেনি পুলিশ।

পরে রাত অটটার দিকে এসব জাল কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে বালিয়াতলী সেতুসংলগ্ন এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

সারাবাংলা/এমও

পটুয়াখালী বেহুন্দি জাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর