Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনএ টেস্টের জন্য হাড় ছাড়া অন্য নমুনা নেওয়া যায়নি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২১ ১১:২৪

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় আগুনে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ। নমুনা হিসেবে হাড়, দাঁত, রক্ত, লালা, চুল সংগ্রহ করার নিয়ম থাকলে ৪৮ জনের বেলায় শুধুমাত্র হাড় নেওয়া হয়েছে। মৃতদেহগুলো আগুনে পুড়ে যাওয়ায় অন্য কোনো নমুনা নেওয়ার সুযোগ নেই বলে ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন
রূপগঞ্জে কারখানায় আগুনে হতাহতের ঘটনায় বস্ত্র ও পাটমন্ত্রীর শোক
কারখানায় আগুন: ডিএনএ টেস্টের পর মরদেহ হস্তান্তর

যার মরে সেই শুধু বোঝে কত ক্ষতি হলো: বস্ত্র ও পাটমন্ত্রী

এদিকে ৪৮ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ ‍জুলাই) রাত পৌনে ১১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেক ফরেনসিক বিভাগ।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস জানায়, সাড়ে ৮টা থেকে আমরা ময়নাতদন্ত শুরু করি। রাত পৌনে ১১টায় তা শেষ করি। মরদেহ থেকে ডিএনএ টেস্টের জন্য শুধু হাড় সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন-

এর আগে মৃতদেহের সুরতহাল রিপোর্ট করে রূপগঞ্জ থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ৪৮টা ব্যাগে মৃতদেহ পেয়েছি। তবে একটি ব্যাগে দুইটা খণ্ড ছিল। সেটির বেলায় একটি সুরতহাল হয়েছে। যদি ডিএনএ টেস্টে আলাো দুইটি ডেডবডি হয় পরবর্তীতে আলাদা সুরতহাল করা হবে।’

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ ডিএনএ টেস্ট ঢাকা মেডিকেল রূপগঞ্জ হাসেম ফুডস কারখানা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর