Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২১ ১১:৩৩

ঢাকা: করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে। তবে বিদেশি ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন।

গত বৃহস্পতিবার (৮ জুলাই) এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে।

সংস্থাটির চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে সুরক্ষা বিভাগ থেকে গত ১৬ জুন থেকে বিদেশি বিনিয়োগ ও ব্যবসায়ী ছাড়া কোনো দেশের নাগরিকরা বাংলাদেশে অন অ্যারাভাইর ভিসায় প্রবেশ করতে পারবেন না।

চিঠিতে আরও বলা হয়, অনেক ব্যক্তি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আগমনী ভিসার জন্য আবেদন করেন। বিদ্যমান নীতি অনুযায়ী অন অ্যারাভাল ভিসা স্থগিত থাকায় তারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এ ক্ষেত্রে অনেকেই বিমানবন্দর থেকে ফেরত যেতে বাধ্য হন। সে কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতবছরও করোনাভাইরাসের প্রকোপের মুখে অন অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়।

সারাবাংলা/জেআর/এএম

অন অ্যারাইভাল টপ নিউজ ভিসা স্থগিত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর