Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলি আর্টিজান হামলার অস্ত্রের যোগানদাতা হাদিসুর ফের রিমান্ডে


৩০ মার্চ ২০১৮ ১৮:২৬ | আপডেট: ৩০ মার্চ ২০১৮ ১৯:৩৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় অস্ত্র সরবরাহকারী নব্য জেএমবির শীর্ষ নেতা হাদিসুর রহমান সাগরের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩০ মার্চ) ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির আসামিকে আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ড চাইলে, শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২২ মার্চ তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ২১ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

হলি আর্টিজান হামলার ঘটনায় হাদিসুর অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছিল বলে পুলিশ তাদের অনুসন্ধানে জানতে পারে।

সারাবাংলা/এআই/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর