রূপগঞ্জ অগ্নিকাণ্ডে নিহত ১ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর
১০ জুলাই ২০২১ ১৮:০৫
ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারাখানায় অগ্নিকাণ্ডে নিহত মোরসালিনের (২২) মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মৃতদেহটি হস্তান্তর করে। মৃতদেহটি গ্রহণ করেন মোরসালিনের মামা জুয়েল হক। মরদেহ হস্তান্তর করেন, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।
এসআই নাসির উদ্দিন জানায়, বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মারা যায় মোরসালিন। আগুন লাগার পর সে ভবন থেকে লাফিয়ে পড়েছিল।
মামা জুয়েল জানায়, মোরসালিন কারখানার তিনতলায় কাজ করতো। থাকতো ভুলতা গাউছিয়ায়। ঘটনার দিন তিনতলা থেকে লাফিয়ে পরে আহত হয়েছিল সে। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যায়।
জুয়েল আও জানান, মোরসালিনের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিবিবন্দর উপজেলার উত্তর সুবদারপুর গ্রামে। বাবা আনিছুর রহমান গ্রামে কৃষিকাজ করেন। এক ভাই এক বোনের মধ্যে মোরসালিন বড় ছিল। মোরসালিনকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
এদিকে ঢামেক মর্গে জেলা প্রশাসকের পক্ষ থেকে মোরসালিনের স্বজনদের তার দাফনের খরচ বাবদ ২৫ হাজার টাকা দেওয়া হয়।
সারাবাংলা/এসএসআর/পিটিএম