মুন্সীগঞ্জে যমুনা ব্যাংকের ত্রাণ বিতরণ
১০ জুলাই ২০২১ ২০:৫৮
মুন্সীগঞ্জ: জেলার টঙ্গীবাড়ী ও লৌহজং থানা, মুন্সীগঞ্জ সদর এবং শরীয়তপুরের নড়িয়া থানায় পদ্মা নদী ভাঙন এবং করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ঈদুল আজহা উপলক্ষে এসব ত্রাণ দেওয়া হয়।
মুন্সীগঞ্জের সাবেক এমপি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও মো ইসমাইল হোসেন সিরাজী। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, মো. ফজলুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদসহ পার্শ্ববর্তী শাখাসমূহের প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ, দেশে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২১টি জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে ত্রাণ সামগ্রী ও নগদ দশ লাখ করে টাকা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।
সারাবাংলা/এমও