Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিআরবির শতবর্ষী গাছ কেটে ফেলার চক্রান্ত করছে রেলওয়ে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২১ ২১:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকার শতবর্ষী বিভিন্ন গাছ কাটার জন্য রেলওয়ে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। এ জন্য তিনি গাছ রক্ষায় নগরবাসীকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

খোরশেদ আলম সুজন বলেন, ‘সিআরবি এলাকা চট্টগ্রামের ঐতিহ্য। ব্রিটিশ আমলের ভবন, আঁকাবাকা রাস্তা, পাহাড়, টিলা ও শতবর্ষী নানা গাছ-গাছালিতে পরিপূর্ণ এই এলাকাটি। যান্ত্রিক জীবন থেকে স্বস্তি পেতে নগরবাসী প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার জন্য ছুটে যান সেখানে। সিআরবির গাছ-গাছালিগুলো সন্ধ্যায় পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে। নগরজীবনে এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। এছাড়া বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বলীখেলা, বসন্ত উৎসবসহ নানা আয়োজনের কারণে সিআরবি বাঙালি সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণের নামে সিআরবির শিরিষতলাসহ পুরো এলাকার শতবর্ষী গাছগুলো কেটে ফেলার উদ্যোগ নিয়েছে রেলওয়ে। শিরিষতলাকে কেন্দ্র করে বাঙালির সংস্কৃতির নানা আয়োজন ও মিলনমেলা হয়। মূলত সেটাকে বানচাল করতে চায় রেলওয়ের কতিপয় কর্মকর্তা। রেলওয়েসহ বিভিন্ন সরকারি অফিসে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধী চক্র বাঙালির জমায়েত কেন্দ্র ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে। তারা শিরিষতলাকে কেন্দ্র করে চট্টগ্রামের সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের আড্ডাস্থল বিনষ্ট করতে চায়।’

এ ধরনের হটকারী সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুজন বলেন, ‘আমি চট্টগ্রামবাসীকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। সিআরবির শতবর্ষী গাছ ও নান্দনিক সৌন্দর্য আমাদের রক্ষা করতে হবে। সিআরবির বাইরে রেলওয়ের আরও জায়গা আছে। সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করুক, নগরবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু শিরিষতলার মতো বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার একটি উন্মুক্ত পার্ককে ধ্বংস করা হলে চট্টগ্রামের মানুষ করোনা ঝুঁকি উপেক্ষা করে মানবব্যূহ রচনা করবে।’

বিজ্ঞাপন

সিআরবির শতবর্ষী গাছ রক্ষায় দলমত নির্বিশেষে চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সকলকে এক হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সুজন।

সারাবাংলা/আরডি/পিটিএম

খোরশেদ আলম সুজন শতবর্ষী শিরিষ গাছ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর