Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম পেয়ে শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ১৪:১৮

ঢাকা: বাংলাদেশ থেকে আম উপহার পাওয়ার ছয়দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

রোববার (১১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মুখ্যমন্ত্রীর পক্ষে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ কমার্স এন্ড ট্যুরিজমের পরিচালক তড়িৎ কান্তি চাকমা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সচিব উদত ঝাঁ’র কাছে আনারসগুলো হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

৮০টি কার্টুনে করে ৩২০ পিস কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য পাঠানো হয়। আনারসগুলোর ওজন ৮০০ কেজি।

উদত ঝাঁ বলেন, ‘এতে করে দু’দেশের মধ্যে আরও গভীর সম্পর্ক তৈরি হবে। ভারতের সঙ্গে ব্যবসায়িক ও বিভিন্ন দিক দিয়ে ভালো সম্পর্ক রয়েছে বাংলাদেশের। এই উপহার আদান-প্রদান বন্ধুত্বের অপূর্ব নিদর্শন।’

আনারস হস্তান্তর কালে আখাউড়া বন্দরের কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মো. আলী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আগরতলা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

আনারস উপহার আম উপহার ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর