অনলাইনে কোরবানির পশু বেচাকেনার আহ্বান
১১ জুলাই ২০২১ ১৭:১৮
ঢাকা: করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাট চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। খামারি ও ক্রেতাদেরকে কোরবানির পশু অনলাইনে বেচাকেনার অনুরোধ করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
রোববার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় শতভাগ দেশীয় পশু দিয়ে কোরবানি সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতি নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ জন্য সারাদেশে ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত। গত বছর দেশে কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি। গত এক বছরে দেশে কোরবানিযোগ্য পশু বেড়েছে ১৯ হাজার ২৬৫টি।
অন্যদিকে ২০২০ সালে দেশে ৯৪ লাখ ৫০ হাজার ২৬৩টি পশু কোরবানি দেওয়া হয়। সে হিসাবে এ বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা গত বছরের কোরবানি হওয়া পশুর চেয়ে ২৪ লাখ ৬৬ হাজার ৫০২টি বেশি রয়েছে।
এই অবস্থায় আসন্ন কোরবানি ঈদে পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বরং গত কয়েক বছরের ধারাবাহিকবায় এবারও শতভাগ দেশীয় পশু দিয়ে কোরবানি দেওয়া সম্ভব হবে বলে মন্ত্রণালয় মনে করছে।
সারাবাংলা/জিএস/টিআর