Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩০ মৃত্যু, ১১৮৭৪ সংক্রমণের নতুন রেকর্ড

সারাবাংলা ডেস্ক
১১ জুলাই ২০২১ ১৮:২৫

দেশে একদিনে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যু ও সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন ২৩০ জন, যা একদিন আগের (৯ জুলাই) ২১২ মৃত্যুর রেকর্ড ভেঙেছে। অন্যদিকে একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪টি, যা দুই দিন আগের (৮ জুলাই) ১১ হাজার ৬৫১ সংক্রমণের রেকর্ড ভেঙেছে।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১০ লাখ ২১ হাজার। অন্যদিকে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুও ছাড়িয়ে গেল ১৬ হাজার চারশ। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ছাড়িয়ে গেল ৮ লাখ ৭৪ হাজার

বিজ্ঞাপন

রোববার (১১ ‍জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বুলেটিনে গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

গত পরশু শুক্রবার (৯ জুলাই) একদিনে সর্বোচ্চ ২১২ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন। একদিন বিরতি দিয়ে সেই রেকর্ড ফের ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৩০ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৩৩ জন, নারী ৯৭ জন। তাদের মধ্যে ১৯ জন বাসায় ও বাকি ২১১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৬৯ জন, বেসরকারি হাসপাতালে ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১১১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫১ জন, তৃতীয় সর্বোচ্চ ৪২ জন মারা গেছেন ৪১ থেকে ৫০ বছর বয়সী। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৯ জন ও ২১ থেকে ৩০ বছর বয়সী সাত জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গতকাল বাদ দিয়ে আগের কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টাতেও সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৬৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। তৃতীয় সর্বোচ্চ ৩৯ জন চট্টগ্রাম বিভাগে ও চতুর্থ সর্বোচ্চ ২৬ জন মারা গেছেন রাজশাহী বিভাগে। এছাড়া রংপুর বিভাগে ২২ জন, বরিশাল ও সিলেট বিভাগে আট জন করে এবং ময়মনসিংহ বিভাগে পাঁচ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

সর্বোচ্চ নমুনা পরীক্ষা, সর্বোচ্চ সংক্রমণ

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আগের দিনের মতোই ৬১৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ৩৯ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ করে আগের দিনের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি নমুনা। এই প্রথম দেশে একদিনে ৪০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হলো। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ১১ হাজার ৮৭৪টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড। এর আগে গত বৃহস্পতিবার (৮ জুলাই) একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ সংক্রমণ শনাক্ত হয়েছিল। এছাড়া গত ২৪ ঘণ্টার হিসাবের পর দেশে একদিনে ১১ হাজারের বেশি সংক্রমণ শনাক্তের দিন দাঁড়ালো পাঁচে।

এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

বেড়েছে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যাও বেড়েছে। আগের দিন ৫ হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছিলেন করোনা সংক্রমণ থেকে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৬ হাজার ৩৬২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন মোট ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ করোনাভাইরাস করোনায় মৃত্যু কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর