Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধের ১১তম দিনে রাস্তায় যানবাহন ও মানুষের চাপ বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ১৮:১৪

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধে কঠোর বিধিনিষেধ আরোপের ১১তম দিনে রাস্তায় মানুষের আনাগোনার পাশাপাশি যানবাহনের চলাচল তুলনামূলকভাবে বেড়েছে। অলিগলিসহ কাঁচাবাজারে মানুষের জটলাও বেড়েছে অন্যান্য দিনের তুলনায়। কোভিড-১৯ আক্রান্ত মানুষের মৃত্যুহারের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে রাস্তায় মানুষ ও অন্যান্য যানবাহন চলাচলও বাড়ছে।

রোববার (১১ জুলাই) সকাল থেকে ভ্যাপসা গরম উপেক্ষা করে রাস্তায় রিকশাসহ অন্যান্য যানবাহনে গন্তব্যমুখী মানুষের চলাচল তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। ধানমন্ডি, জিগাতলা হয়ে মোহাম্মদপুরগামী চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ছিল ঢিলেঢালা। তাদের টহলও তেমন একটা লক্ষ্য করা যায়নি। ধানমন্ডি, জিগাতলা বাসস্ট্যান্ড হয়ে ধানমন্ডি-২৭ থেকে শংকর হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা সরজমিনে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিন গত কয়েকদিনের তুলনায় বিধিনিষেধের আওতামুক্ত পরিবহন ও কিছু সরকারি অফিস, ব্যাংক ও সেবাখাতে কিছু অফিস খোলা থাকার কারণে সড়কে রিকশা, ব্যক্তিগত যানবাহনের চলাচল ছিল স্বাভাবিকভাবে বেশি। সকালে সাড়ে নয়টা পর্যন্ত রাস্তায় বিধিনিষেধের আওতামুক্ত যানবাহন, রিকশার চলাচল তুলনামূলক কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোও পাল্লা দিয়ে বাড়তে থাকে। ঘরের বাইরে প্রয়োজনের তাগিদে বের হওয়া লোকজন রিকশা, মোটর সাইকেলসহ অন্যান্য পরিবহনে নিজ নিজ কর্মস্থল বা গন্তব্যের দিকে ছুটছেন।

মোড়ে মোড়ে আরোহীর অপেক্ষায় রিকশাচালকদের জটলা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন কাঁচা বাজার ও অলিগলির দোকানপাটে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি কেনাকাটার প্রয়োজনে বাইরে হওয়া মানুষের ঘোরাঘুরির সঙ্গে আনাগোনাও বেড়েছে। স্বাস্থ্য সুরক্ষায় মানুষ মাস্ক পরিধান করে রাস্তায় চলাচল করলেও অলিগলিসহ কাঁচাবাজারগুলোতে ঘোরাঘুরির সময় শৈথিল্য ভাব লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১ জুলাই সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। পরে আরও সাত দিন সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

সারাবাংলা/এনআর/পিটিএম

কঠোর বিধিনিষেধ মানুষের চাপ যানবাহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর