Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকান দেখানোর নামে জিম্মি করে ছিনতাই, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ১৯:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মহামারি রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে ‘চালু থাকা’ জুতার দোকান দেখিয়ে দেওয়ার কথা বলে সবজি বিক্রেতার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) গভীর রাতে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডের নুপুর মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারবৃতরা হলেন— মো. তারেক (২৫) ও আব্বাস উদ্দিন (২০)। এদের মধ্যে তারেকের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া ও আব্বাসের বাড়ি বাঁশখালী ‍উপজেলায়। তারা দু’জনেই নগরীর রিয়াজউদ্দিন বাজারে থাকেন।

ছিনতাইয়ের শিকার মো. শহীদুল্লাহ গত শুক্রবার রাতে পটিয়া উপজেলা থেকে নগরীর রিয়াজউদ্দিন বাজারে পাইকারি আড়ত থেকে সবজি কিনতে এসেছিলেন বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

ওসি নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘বাজারে ঢোকার সময় শহীদুল্লাহর ‍জুতা ছিঁড়ে যায়। তিনি জুতাগুলো হাতে নিয়ে হাঁটছিলেন। তখন নুপুর মার্কেটের সামনে তারেক ও আব্বাস তাকে জুতা হাতে নিয়ে হাঁটছে কেন— তা জিজ্ঞাস করে। জুতা ছিঁড়ে যাওয়ার কথা জানতে পেরে তারা নুপুর মার্কেটের ভেতরে জুতার দোকান খোলা আছে বলে তাকে গলির ভেতরে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থানরত আরও দুই যুবক মিলে শহীদুল্লাহকে ছোরার ভয় দেখিয়ে সঙ্গে থাকা সাত হাজার ৬০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

ওসি জানান, গত শুক্রবার রাতে এ ঘটনার পর শহীদুল্লাহ থানায় কোনো অভিযোগ করেননি। তিনি বাড়ি চলে যান। পরদিন শনিবার বিকেলে আবার শহরে এসে থানায় অভিযোগ করেন। রাতে নুপুর মার্কেটের পাখির গলিতে সাতকানিয়া ভাতঘরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ও নগদ সাত হাজার টাকা ‍উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

গ্রেফতার ২ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া দোকান দেখানোর নামে ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর