Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে আগুন: ৪৫ মৃতদেহের পরিচয় শনাক্তে ৬৩ জনের নমুনা সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ২০:০৬

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনের ঘটনায় উদ্ধার মৃতদেহগুলোর পরিচয় শনাক্তের জন্য তৃতীয় দিনের মতো ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ৪৫টি মৃতদেহের জন্য ৬৩ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

রোববার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সিআইডির ফরেনসিক দল এই নুমনা সংগ্রহ করে। নমুনা সংগ্রহ চলে বিকেল ৫টা পর্যন্ত।

সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার সাংবাদিকদের বলেন, ‘গতকাল পর্যন্ত ৪০টি লাশের জন্য ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত পাঁচটি মৃতদেহের জন্য ছয় জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ৪৫টি মৃতদেহের জন্য ৬৩ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হলো।’

রুমানা আক্তার বলেন, ‘এই কার্যক্রম আজ পাঁচটা পর্যন্ত চলবে। আগামীকাল থেকে হয়তোবা এখানে নমুনা সংগ্রহ নাও হতে পারে। বাকি স্বজনদের নমুনা আমাদের সিআইডি অফিসে সংগ্রহ করা হবে।’

এর আগে গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে মৃতদেহগুলোর ময়নাতদন্ত শেষ করেন ঢামেক ফরেনসিক বিভাগ। ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস বলেছিলেন, ৪৮টি মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মৃতদেহ পোড়া ছিল। এদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি। কয়েকটি লাশ এতটাই পোড়া ছিল যে, ছেলে না মেয়ে বোঝা যায়নি। তবে আমরাও লাশগুলো থেকে ডিএনএ নমুনার জন্য হাড় সংগ্রহ করেছি।’

এর আগে মৃতদেহগুলোর সুরতহাল রিপোর্ট করেন রূপগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সালেহ উদ্দিন আহমেদ বলেছিলেন, ‘৪৮ মৃতদেহের সুরতহাল করেছি। আমরা ৪৮টা ব্যাগে মৃতদেহ পেয়েছি। এবং সুরতহালও ৪৮ মৃতদেহের করা হয়েছে। একটি ব্যাগে দেহের দুটি খণ্ড থাকলেও একটি সুরতহাল করা হয়েছে। যদি ডিএনএ টেস্টে আলাদ দুটি ডেডবডি হয় তবে পরবর্তী সময়ে আলাদা সুরতহাল করা হবে।’

বিজ্ঞাপন

এদিকে ঢাকা মেডিকেলে মর্চুয়ারি সংকট হওয়ায় নারায়ণগঞ্জে দুর্ঘটনায় উদ্ধার হওয়া ৪৮টি মৃতদেহ তিন ভাগে সংরক্ষণ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ১৫টি মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আট টি মৃতদেহ রাখা হবে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের মর্চুয়ারিতে। বাকি ২৫টি মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ডিএনএ নমুনা সংগ্রহ রূপগঞ্জ অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর