বগুড়ার শেরপুরে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু
১১ জুলাই ২০২১ ২০:১৬
বগুড়া: জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রী দুই বোন মারা গেছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। রোববার (১১ জুলাই) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জেমি (১২) ও তার ফুপাতো বোন মিমিসহ (১২) ৪/৫ জন সমবয়সী ভাইবোন বাড়ির পাশের নুরু মিয়ার পুকুরে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে জেমি ও মিমি পানিতে তলিয়ে যায়।
এসময় অপর সঙ্গীরা বাড়িতে গিয়ে খবর দিলে স্বজনরা এসে মিমি ও জেমিকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।
মিমি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী গ্রামের গার্মেন্টস কর্মী সুমন মিয়ার কন্যা। সুমন মিয়া ও তার স্ত্রী গার্মেন্টসে কাজ করা সুবাদে স্বামী-স্ত্রী ঢাকায় থাকে। আর মিম তার নানা সুমার আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো। জেমি ও মিমি ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো।
খানপুর ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ‘তারা কয়েক ভাই বোন মিলে পুকুরে গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে মিম ও জেমি পানিতে ডুবে মারা যায়।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এমও