Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারিতে প্রাণ গেল কিশোরের

লোকাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ২০:১২ | আপডেট: ১১ জুলাই ২০২১ ২১:২৫

টঙ্গী (গাজীপুর): টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) মারামারি করার পর অসুস্থ হয়ে শিহাব মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শিহাব ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর ভূঁইয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। চুরির মামলায় আটকের পর তাকে টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়েছিল।

শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা অন্য কিশোরদের সঙ্গে মারামারির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে শিহাব। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, ময়নাতদন্তের পর কিশোরটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সারাবাংলা/টিআর

শিশু উন্নয়ন কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর