।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পর মা-ছেলেসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় নগরীর কোতয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, কক্সবাজার সদরের উত্তর বুনিয়াছড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী ফাতেমা বেগম (৫০), তার ছেলে এনায়েত উল্লাহ (২৭) এবং ছেলের বউ কোহিনূর আক্তার (৩০)। আটক কোহিনূর ফাতেমার বড় ছেলে শেফায়েত উল্লাহর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ সারাবাংলাকে বলেন, চট্টগ্রাম শহরের বিভিন্ন স্পটে বিক্রির জন্য ইয়াবাগুলো নিয়ে তারা এসেছিল। সংবাদ পেয়ে আটকের পর তাদের তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়।
আটক তিনজনের নামে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সারাবাংলা/আরডি/টিএম/এটি