ভ্যাকসিন নিতে কেন্দ্র পরিবর্তনের সুযোগ আর নেই
১২ জুলাই ২০২১ ০০:৪৪
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে কেন্দ্র পরিবর্তনের আর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান ভ্যাকসিনবিষয়ক ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
ডা. শামসুল হক বলেন, ‘কেন্দ্র পরিবর্তন করে এখন আর ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা থাকছে না। এটা বন্ধ করে দেওয়া হয়েছে। যার যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকেই মোবাইল ফোনে এসএমএস দেওয়া হবে।’
তিনি বলেন, ‘রেজিস্ট্রেশন এখন খুলে দেওয়া হয়েছে এবং ৩৫ বছরের ঊর্ধ্বে যে কেউ এখন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। ভ্যাকসিন নিতে হলে অবশ্যই সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশন করেই আমাদের ভ্যাকসিন নিতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ ভ্যাকসিন নিতে পারবেন না, এ কথাটা বিশেষভাবে মনে রাখতে হবে।’
নিবন্ধনের পর এসএমএস দেওয়া হবে এবং তারপর নির্দিষ্ট দিনে কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘যদি কেউ নির্দিষ্ট দিনের আগে অথবা পরে ভ্যাকসিন নিতে চেষ্টা করেন, তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে— ভ্যাকসিন নেওয়ার তথ্য স্বাস্থ্য অধিদফতরের তথ্যভাণ্ডারে যাবে না। আর তথ্যভাণ্ডারে না গেলে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং ভ্যাকসিনের সার্টিফিকেট পেতে সমস্যা হবে। এটা খুবই জরুরি বিষয়। তাই বিষয়টি সবাইকে বিশেষভাবে মনে রাখতে হবে।’
সারাবাংলা/এসবি/পিটিএম