সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় হাসপাতালে বেড না পাওয়ার শঙ্কা
১২ জুলাই ২০২১ ০০:৪৯
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছে। যদি সংক্রমণ শনাক্তের হার এভাবে বাড়তে থাকে তবে আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালে আইসিইউ শয্যাসহ কোনো সাধারণ শয্যাও খালি পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ কথা বলেন প্রতিষ্ঠানটির মুখপাত্র ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘গত মাসে সারাদেশে সংক্রমণের হার অনেক বেশি ছিল। জুন মাসে এক লাখ ১২ হাজার ৭১৮ জন রোগী সংক্রমিত হয়েছেন। শুধু জুলাইয়ের প্রথম ১০ দিনে প্রায় এক লাখ রোগীকে সংক্রমিত হতে দেখেছি।’
তিনি বলেন, ‘যেভাবে সংক্রমিত হচ্ছে, তাতে হাসপাতালে রোগীর চাপ যদি বাড়তেই থাকে তাহলে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে হাসপাতালের শয্যা আর খালি থাকবে না।’
তিনি আরও বলেন, ‘সারাদেশে গত মাসেও অসংখ্য শয্যা খালি ছিল, আইসিইউ বেড খালি ছিল। সেই খালি বেডের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। সারাদেশে মাত্র ৩০০-এর মতো কোভিড-১৯ আইসিইউ বেড খালি আছে।’
সারাবাংলা/এসবি/পিটিএম